রোববার (২৫ মার্চ) রাজধানীর ফুজি ট্রেড সেন্টারে আরএফএল আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে আরএফএল’র ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল বলেন, এখন সময় এসেছে আমাদের সবক্ষেত্রে পরিবর্তনের।
তিনি বলেন, আমরা শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠানই নই, কর্পোরেট হাউজও। আমরা দেশ ও মানুষের জন্য কাজ করি। সেই কাজে সবার সহযোগিতা চাই।
সংবাদ সম্মেলনে স্বাধীনতার মাসে শুরু হওয়া এ কর্মসূচি সম্পর্কে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ জনসচেতনতামূলক বার্তা প্রচার, পাবলিক স্পটে লিফলেট বিতরণ এবং রাজধানীর রবীন্দ্র সরোবরে উন্মুক্ত কনসার্টের আয়োজন করা হবে।
আগামী ৭ এপ্রিল পর্যন্ত এ কর্মসূচির অংশ হিসেবে স্কুল-কলেজ, বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে যেখানে ডাস্টবিন নেই, সেখানে আরএফএল’র পক্ষ থেকে ডাস্টবিন স্থাপন করা হবে, যাতে সবাই নির্ধারিত জায়গায় ময়লা-আবর্জনা ফেলতে পারেন।
এতে আরো উপস্থিত ছিলেন আরএফএল প্লাস্টিকস লিমিটেডের হেড অব মার্কেটিং এস এম আরাফাতুর রহমান, আরএফএল’র সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার শরিফুল ইসলাম ও প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব ডিজিটাল মিডিয়া আজিম হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
এমএসি/জেডএস