ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এসবিএসি ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১৭, মার্চ ২৮, ২০১৮
এসবিএসি ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন এসবিএসি ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

ঢাকা: পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের অফিসার ও ট্রেইনি অফিসারদের ৬ষ্ঠ বুনিয়াদি প্রশিক্ষণ শেষ হয়েছে।

বুধবার (২৮ মার্চ) এসবিএসি ব্যাংকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি এসবিএসি ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শেষে সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. নজরুল ইসলাম, ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান মো. গোলাম নবী, এসইভিপি মো. কামাল উদ্দিন, কোম্পানি সেক্রেটারি মো. মোকাদ্দেস আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।