শুক্রবার (৩০ মার্চ) বিকেলে চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমই) সহযোগিতায় আম উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ ও রপ্তানি বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রাজশাহী আমের জন্য সমৃদ্ধ।
শাহরিয়ার আলম বলেন, আম চাষ কঠিন হলেও আমে যাতে কোনো ধরনের পোকার আক্রমণ না ঘটে এজন্য এই এলাকার আম চাষি ও ব্যবসায়ীরা ‘ফ্রুট ব্যাগিং’ পদ্ধতির মাধ্যমে আম চাষ শুরু করেছেন। এতে আম চাষে খরচ বাড়লেও আমের গুণগত মান বাড়ছে। তবে এজন্য বেশি দাম হলেও দেশ-বিদেশের ক্রেতারা এই আম কিনছেন।
এ সময় আম চাষিদের প্রতি আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চারঘাট-বাঘার মান রক্ষা করতে আপনারা কখনও আমে কোনো ধরনের কীটনাশক বা কেমিক্যাল ব্যবহার করবেন না। অধিক মুনাফার লোভে যদি কেউ আমে কেমিক্যাল ব্যবহার করেন তবে তাদের কঠোর হাতে দমন করা হবে। একজন অসাধু ব্যবসায়ীর কারণে গোটা রাজশাহী যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে সব আম ব্যবসায়ী ও চাষিদের সজাগ থাকারও আহ্বান জানান প্রতিমন্ত্রী।
রাজশাহীর চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে এসএমই’র কনসালট্যান্ট ড. সালেহ আহমেদ, প্রকৌশলী খালেকুজ্জামান, আম গবেষণা কেন্দ্রের পরিচালক ড. হালিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর মো. সাদেক আলী, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষারসহ উপজেলার আম চাষি ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
এসএস/জেডএস