ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দ্রব্য ও গ্যাসের বাড়তি মূল্য প্রত্যাহারের দাবি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৮
দ্রব্য ও গ্যাসের বাড়তি মূল্য প্রত্যাহারের দাবি  দ্রব্য ও গ্যাসের বাড়তি মূল্য প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

ঢাকা: চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও গ্যাসের মূল্য লাগামহীনভাবে ঊর্ধ্বগতি রোধ করে বাড়তি মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।

রোববার (০১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে দলটির ঢাকা দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়।  

সমাবেশে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও দফায় দফায় গ্যাস-বিদ্যুতের মুল্যবৃদ্ধিতে জনগণ দিশেহারা মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, সরকারের ছত্রছায়ায় অসাধু কালোবাজারী চক্র জনগণকে জিম্মি করে দ্রব্যমুল্য বাড়িয়েছে।

সরকার দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে চরম ভাবে ব্যর্থ হয়েছে। ১০ টাকার চাল ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এমন ক্রান্তিকালে গ্যাসের মুল্যবৃদ্ধিতে জনমনে চরম হতাশা বিরাজ করছে।  

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কমেনি। কুইক রেন্টাল প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। ২০১০ সাল থেকে সরকার গ্রাহক পর্যায়ে আটবার বিদ্যুতের দাম বাড়িয়েছে। এতে দ্রব্যমূল্য পাগলা ঘোড়ার মতো লাফিয়ে লাফিয়ে বাড়ছে। জনগণ সরকারের দুর্নীতি ও লুটপাটের খেসারত দিচ্ছে। বাড়িভাড়া ও গাড়িভাড়া নিয়ন্ত্রণহীন থাকায় জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। তাই দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) কার্যকর করতে হবে। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯৫ কার্যকর করতে হবে।  

ঢাকা দক্ষিণ লেবার পার্টির আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন- সদস্য সচিব এসএম সালাউদ্দিন, লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, ভাইস চেয়ারম্যান মো. ফারুক রহমান, যুগ্ম-মহাসচিব নুরুল ইসলাম সিয়াম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, অর্থ সম্পাদক আল-আমিন, আমানুল্লাহ মহব্বত, আশরাফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান রুম্মান, সৈয়দ মো. মিলন, শরিফুল ইসলাম, মাহবুবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
এমএএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।