ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নতুন আঙ্গিকে ‘টি-ক্যাশ’ চালু করলো ট্রাস্ট ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৮
নতুন আঙ্গিকে ‘টি-ক্যাশ’ চালু করলো ট্রাস্ট ব্যাংক টি-ক্যাশ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা/ছবি: সুমন শেখ

ঢাকা: দেশের সব মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে নতুন আঙ্গিকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (মোবাইল ব্যাংকিং) ‘টি-ক্যাশ’ চালু করলো ট্রাস্ট ব্যাংক লিমিটেড।

রোববার (১ এপ্রিল) রাতে রাজধানীর রেসিডন হোটেলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ও ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল এসএম মতিউর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুক মঈন উদ্দিনসহ ব্যাংক, সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।



টি-ক্যাশের মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, নগদ টাকা উত্তোলন ও জমা দেওয়া, ফান্ড ট্রান্সফার, শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ও অন্য ফি জমা দেওয়া, সেনা, নৌ এবং বিমান বাহিনীতে নিয়োগ ফি দেওয়া যাবে। এছাড়াও পাসপোর্ট ফি, জাতীয় পরিচয়পত্রের ফি, ফরেন রেমিটেন্স ও বেতন বিতরণ এবং অনলাইনে মার্চেন্ট পেমেন্ট করা যাবে এ সার্ভিসে।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বলেন, ১৯ বছর ধরে ট্রাস্ট ব্যাংকের আস্থার সঙ্গে ব্যাংকিং কাজ পরিচালনা করে আসছে। ডিজিটাল বাংলাদেশের উন্নয়নে ৮ বছর আগে আমরাই প্রথম মোবাইল ব্যাংকিং চালু করেছিলাম। আজ তা নতুন আঙ্গিকে যাত্রা শুরু করছি। নতুন এ যাত্রায় ইতোমধ্যে ৩ হাজার এজেন্ট যোগ হয়েছে। আশা করছি, আমাদের মোবাইল ব্যাংকিং কার্যক্রম সারাদেশে ছড়িয়ে পড়বে। আর তা অর্থনীতিতে ব্যাপকভাবে অবদান রাখবে।

গভর্নর ফজলে কবির বলেন, ‘টি-ক্যাশ’ মোবাইল ব্যাংকিং দেশের অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখবে। এটি এতোদিন কেবল ক্যাশ ইন এবং আউটের মধ্যে সিমাবন্ধ ছিল। এখন নতুন করে সাধারণ মানুষের দৈনিক কাজে লাগবে।

অনুষ্ঠানে জানানো হয়, ‘টি-ক্যাশ’ একটি সঞ্চয়ী হিসাব। গ্রাহকরা এসএমএস, ইউএসডি ও ইন্টারনেটের মাধ্যমে দ্রুত, সহজে এবং কম খরচে এ সেবা গ্রহণ করতে পারবেন। ‘টি ক্যাশ’ সুবিধা দেশের ১০৭টি শাখার ২১০টি বুথ থেকেও গ্রহণ করা যাবে।

এর আগের মোবাইল ব্যাংকিংয়ের অংশ হিসেবে ট্রাস্ট ব্যাংক সর্বপ্রথম ২০১০ সালে ৩১ আগস্ট ট্রাস্ট ব্যাংক মোবাইল মানি (টিবিএমএম) চালু করেছিলো। এখন দেশব্যাপী জনপ্রিয় করতে নতুন করে যাত্রা শুরু করলো।

বাংলাদেশ সময়: ০২২৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এমএফআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।