ঢাকা: দেশের ১ কোটি ৩০ লাখেরও বেশি কিশোরীদের স্বাস্থ্যসেবা ও উন্নত লাইফ স্টাইলকে উদ্বুদ্ধ করতে ‘ফ্রিডম’ নিয়ে এসেছে কিশোরীদের জন্য বিশেষ বৈশিষ্ট্য সম্বলিত স্যানিটারি ন্যাপকিনের নতুন ভ্যারিয়েন্ট ‘ফ্রিডম টিনস্’।
বাংলাদেশের সর্বমোট ৪ কোটি ৭০ লাখ নারীর পিরিয়ড হয়ে থাকে, তাদের মধ্যে ১ কোটি ৩০ লাখ কিশোরী। এসব কিশোরীদের মধ্যে পিরিয়ড নিয়ে নানা রকমের ভয়ভীতি কাজ করে।
এমনকি পিরিয়ড নিয়ে খোলামেলা কথা বলতেও সংকোচ বোধ করে।
কিশোরীদের হাইজেনিক লাইফ স্টাইলকে উদ্বুদ্ধ করতে বিশেষ কটনের সফট টপ শিট, কালারফুল ডিজাইনের প্যাক এবং পাউচে ‘ফ্রিডম’ বাজারে নিয়ে এলো ‘ফ্রিডম টিনস্’।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
পিআর/জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।