ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডিএমপি শিক্ষাবৃত্তি তহবিলে সিটি ব্যাংকের অনুদান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৮
ডিএমপি শিক্ষাবৃত্তি তহবিলে সিটি ব্যাংকের অনুদান ডিএমপির শিক্ষাবৃত্তি তহবিলে সিটি ব্যাংকের অনুদান

ঢাকা: ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি) সদস্যের মেধাবী সন্তানদের উচ্চশিক্ষা গ্রহণ ও শিক্ষা সহায়তা হিসেবে ডিএমপির শিক্ষাবৃত্তি তহবিলে ১০ লাখ টাকা অনুদান দিয়েছে সিটি ব্যাংক।

মঙ্গলবার (০৩ এপ্রিল) ডিএমপি সদর দফতরে এক অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আরকে হুসেইন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার কাছে ওই টাকার চেক হস্তান্তর করেন।

এসময় সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ডিএমপি কমিশনার বলেন, ডিএমপির অনেক সামাজিক কর্মকাণ্ডে সিটি ব্যাংক সহযোগিতা করছে।

এ সহযোগিতার মাধ্যমে তাদের সঙ্গে সম্পর্ক আরো গভীর হলো।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সোহেল আরকে হুসেইন বলেন, সমাজের কল্যাণে সিটি ব্যাংক সবসময় জনসেবামূলক কাজ করে। যার মধ্যে শিক্ষা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এমন সহযোগিতা আমাদের অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল ওয়াদুদ, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শাহাব উদ্দিন কোরেশীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষাবৃত্তি চালু হওয়ার পর ডিএমপি সদস্যের সন্তানদের লেখাপড়ায় সহায়তা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।