যাদের অপসারণ করা হয়েছে তারা হলেন- অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. শামসুজ্জামান, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হাবিবুর রহমান ভূঁইয়া এফসিএ, আব্দুস সাদেক ভূঁইয়া, মোহাম্মদ মোহন মিয়া ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) আমিরুল ইসলাম।
ইসলামী ব্যাংক সূত্র জানায়, ব্যাংকটির ম্যানেজমেন্টে ১১ জন কর্মকর্তা ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিচালনা পর্ষদ চাপ সৃষ্টি করে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের পদত্যাগ করতে বাধ্য করেছেন। এসইভিপি ছাড়া বাকি সবার চুক্তির মেয়াদ ছিল এক বছর।
এ বিষয়ে জানতে চাইলে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান বাংলানিউজকে বলেন, পাঁচজনের পদত্যাগপত্র পেয়েছি। এদের মধ্যে দু’জন গত বৃহস্পতিবার (৩১ মার্চ) পদ্যত্যাগ করেছেন। বাকি তিনজন ৫ এপ্রিল। ম্যানেজিং লেভের এ পরিবর্তন অস্বাভাবিক কিছু নয়।
বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, এপ্রিল, ৫, ২০১৮
এসই/এএ