বুধবার (১১ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) আয়োজিত মতবিনিময় সভায় একথা জানান তিনি।
মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, লভ্যাংশের ওপর কোম্পানিগুলোকে যাতে বারবার কর দিতে না হয় সেই বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।
এলটিইউ’র কর কমিশনার অপূর্ব কান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিআরের সদস্য জিয়া উদ্দিন মাহমুদ, ব্রাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সেলিম আরএফ হোসাইন, আমেরিকান লাইফ ইন্স্যুরেন্সের কান্ট্রি হেড সাঈদ হাম্মাদুল করিম, আইডিএলসি ফাইনান্স লিমিটেডের এমডি ও সিইও আরিফ খান, সিটি ব্যাংকের এমডি এন রাজেশকারান (শেকর), মার্কেটন্টাইল ব্যাংকের এমডি কামরুল ইসলাম চৌধুরী এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও নাসের এজাজ বিজয়।
মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, আসছে বাজেটে যাতে করপোরেট ট্যাক্স কমানো হয়। সেজন্য সবাই প্রস্তাব দিয়েছেন। আমরাও এ বিষয়টি নিয়ে কাজ করছি। পাশাপাশি বন্ড মার্কেটের যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধান করা যায় কিনা খতিয়ে দেখা হবে।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এমএফআই/এমজেএফ