বৃহস্পতিবার (১২ এপ্রিল) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের পারমর্শক কমিটির ৩৯তম সভায় এ কথা জানান তিনি।
এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, দেশের অর্থনীতির আকার অনুসারে কর আদায়ের হার ১০ শতাংশের উপরে বাড়াতে পারিনি। তবে তার জন্যে আগামী বাজেটে উচ্চহারে কর আরোপের প্রয়োজন নেই। কর্পোরেট ট্যাক্সসহ আরও অন্যান্য খাতে কর প্রদানের ক্ষেত্রে সঠিক পরিবেশের ওপর গুরুত্ব আরোপ করাটাই হবে আমাদের মূল কাজ।
তিনি বলেন, বর্তমানে যে নীতিমালায় কর নেওয়া হচ্ছে সে অনুসারে সবাই কর প্রদান করলেই এ ক্ষেত্রে কোনো সংকট থাকবে না।
অর্থমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে তার বক্তব্যের মাধ্যমে আগামী বাজেটের আকার সম্পর্কে আমাদের ধারণা দিয়েছেন উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, মন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষেই আমাদের বাজেটে কর নির্ধারণ করা হবে।
তিনি বলেন, অনেকে মনে করেন এ বছর ৫ হাজার টাকা কর দিলে আগামী বছর হয়তো তা বেড়ে ১০ হাজারে দাঁড়াবে। কিন্তু তা কোনোভাবেই হবে না। সঠিকভাবেই কর আরোপ করা হবে। এখানে ভয়ের কোনো কারণ নেই।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এমএফআই/এমএএম/এমজেএফ