ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজশাহীতে রাজস্ব হালখাতায় করদাতাদের আপ্যায়ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১২, এপ্রিল ১৫, ২০১৮
রাজশাহীতে রাজস্ব হালখাতায় করদাতাদের আপ্যায়ন ‘রাজস্ব হালখাতা’, ছবি: বাংলানিউজ

রাজশাহী: বাংলা নতুন বছরের প্রথম দিনে বকেয়া আদায়ে এবার ‘রাজস্ব হালখাতা’ আয়োজন করেছে রাজশাহী কর কমিশনারের কার্যালয়।

বৈশাখী উৎসব উপলক্ষে রোববার (১৫ এপ্রিল) সকাল থেকে কর কমিশনারের কার্যালয় চত্বরে এ হালখাতা শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

সকালে বেলুন ও পায়রা উড়িয়ে হালখাতার উদ্বোধন করেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। তিনি নিজেও এক লাখ ৬৮ হাজার ৯৪২ টাকা আয়কর দেন। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য বাদশা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার ড. খন্দকার মো. ফেরদৌস আলম। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত কর কমিশনার মীর্জা আশিক রানা। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাজশাহী কর আইনজীবী সমিতির সভাপতি মহসিন খান, রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি মনিরুজ্জামান মনি।

সকালে হালখাতা শুরুর পর থেকেই কর পরিশোধ করছেন রাজশাহী কর অঞ্চলের সাধারণ কর দাতারা। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের বকেয়া এক কোটি ২৫ লাখ টাকার আয়কর দিয়েছেন। রাজশাহী কর অঞ্চলের রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার অধিবাসী তারা।  

হালখাতা অনুষ্ঠানে কর পরিশোধ করলেই রসগোল্লা, কালোজাম, সন্দেশ, বাতাসা, মুন্ডা, জিলাপি, লুচি, পুরি, বুন্দিয়া, মুড়ি, মুড়কি, চিড়াসহ নানা খাবার দিয়ে অাপ্যায়ন করা হচ্ছে। কর বিভাগের কর্মকর্তারা এসব খাবার নিয়ে বসে আছেন, যেন গ্রামীণ মেলায় খাবারের পসরা নিয়ে বসেছেন তারা।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।