বুধবার (২৫ এপ্রিল) রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক সংবাদে সম্মেলনে ওই প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেন্টসু এজিস নেটওয়ার্কের দক্ষিণ এশিয়ার চেয়ারম্যান ও সিইও আশীষ ভাসিন, আইসোবারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামসুদ্দীন জাসানী, এসভিজি’র সহ-সভাপতি ও সিইও চিরাগ শাহ, ডি-রিচের এমডি রাবেত খান, মিডিয়া অ্যাক্সিস-কারাট ডেন্টসু এজিএস নেটওয়ার্সের চিফ অপারেটিং অফিসার ও ডিরেক্টর বাকিবুল হাসান।
সংবাদ সম্মেলনে বলা হয়, ডি-রিচ কনজ্যুমার ও কম্পিটেটিভ ইনসাইট, প্ল্যানিং, বাইং, ক্যাম্পেইন অপ্টিমাইজেশন এবং রিপোর্টিংয়ের মতো সব কার্যক্রমের একটি পূর্ণাঙ্গ সেবা দেবে। পাশাপাশি খুব শিগগিরই ইনঅ্যাপ ভিডিও বিজ্ঞাপন ও প্রিমিয়াম অনলাইন ক্রিকেট প্রোপার্টি সেবা চালু করবে। এছাড়াও ডি-রিচ এআই, ভিআর এবং এআরের মতো অত্যাধুনিক সেবা নিয়ে নিজেদের শক্ত অবস্থান তৈরি করবে। আর ডি-রিচের কাজে ডিজিটাল সহযোগিতা প্রধান করবে আইসোবার, আইপ্রোসপেক্ট, এসভিজির মতো ডেন্টসু এজিস নেটওয়ার্কের সব ডিজিটাল প্রতিষ্ঠান।
সংবাদ সম্মেলনে ডেন্টসু এজিস নেটওয়ার্কের দক্ষিণ এশিয়ার চেয়ারম্যান ও সিইও আশীষ ভাসিন বলেন, ‘বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে একটি দ্রুত বর্ধনশীল দেশ। এই অগ্রগতিকে আরও এগিয়ে নিতে শক্তিশালী ভূমিকা পালন করবে ডিজিটাল উন্নয়ন।
ডি-রিচের এমডি রাবেত খান বলেন, ‘আমাদের সবার জীবনই ডিজিটাল মাধ্যম দ্বারা প্রভাবিত। আমরা অনলাইনের সংবাদ পড়ি, খেলা দেখি, কেনাকাটা করি, এমনকি খাবারও অর্ডার করি অনলাইনের মাধ্যমে। এছাড়াও ব্র্যান্ড ও কনজ্যুমারদের যোগাযোগও এখন চলে অনলাইনে।
তিনি আরও বলেন, তিনবছর আগেও ব্র্যান্ডগুলো ডিজিটাল মাধ্যমে খরচ করতো ২ থেকে ৩ শতাংশ। কিন্তু ২০১৮ সালে এসে দেখেছি দেশের বড় বড় ব্র্যান্ডগুলোর এই খরচ বাড়িয়ে ১০ শতাংশের উপরে।
ডি-রিচ বাংলাদেশে ডিজিটাল বিজ্ঞাপনের মূল্যেসেবা দিয়ে শীর্ষস্থান অর্জন করবো বলেও ডি-রিচের এমডি রাবেত খান আশাব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
এমএফআই/এএটি