ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২৫০০০ টন ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
২৫০০০ টন ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন

ঢাকা: ২০১৮-১৯ অর্থবছরে সারের চাহিদা মেটাতে ২৫ হাজার টন গ্রানুলার ইউরিয়া সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (এসএবিআইসি) কাছ থেকে এসব সার কেনা হবে।

বুধবার (২৫ এপ্রিল) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাবটি অনুমোদন পেয়েছে।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অনুপুস্থিতে এতে সভাপতিত্ব করেন কমিটির জ্যেষ্ঠ সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।


 
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ২০১৮-১৯ অর্থবছরে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে এসএবিআইসি থেকে প্রথম লটে ২৫ হাজার টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার আমদানির ভূতাপেক্ষ অনুমোদন দিয়েছে। প্রতি টন সারের দাম ২৬১ দশমিক ২ ডলার হিসেবে মোট খরচ হবে ৫৪ কোটি ৫৩ লাখ টাকা।
 
অতিরিক্ত সচিব বলেন, বৈঠকে বাংলাদেশ রেলওয়ে ‘ঢাকা-চট্টগ্রাম ভায়া কুমিল্লা/লাকসাম দ্রুতগতির রেলপথ নির্মাণের জন্য সম্ভাব্যতা সমীক্ষা এবং বিশদ ডিজাইন’ শীর্ষক প্রকল্পের কাজের পরামর্শক নিয়োগ পেয়েছে চায়না রেলওয়ে অ্যান্ড ডিজাইন। এতে ব্যয় হবে ১০২ কোটি ১০ লাখ টাকা।  
তিনি বলেন, বরিশাল-ভোলা সড়কের ‘কালাবদর’, ‘তেঁতুলিয়া’, পটুয়াখালী, আমতলী-বরগুনা সড়কের ‘পায়রা’, বাকেরগঞ্জ-বাউফল উপজেলা সড়কে ‘কারখানা’ এবং আড়াইহাজার-বাঞ্ছারামপুর সড়কের ‘মেঘনা’ নদীর উপর সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পে মোট ব্যয় দাঁড়িয়েছে ৫৬ কোটি ৩৪ লাখ টাকা।
 
এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক বাস্তবায়নাধীন ‘পূর্বাচল নতুন শহর’ শীর্ষক প্রকল্পের ৫ নম্বর সেক্টরের এক দশমিক ৪৫ কিলোমিটার লেক উন্নয়ন কাজের ভেরিয়েশন প্রস্তাবও অনুমোদন দিয়েছে কমিটি। এতে মোট ব্যয় হবে ২৪ কোটি ৯১ লাখ টাকা।
 
ঢাকার মিরপুরস্থ ১৬ নম্বর সেকশনে স্বল্প ও মধ্যম আয়ের লোকদের কাছে বিক্রয়ের জন্য ১ হাজার ৫৪৫ বর্গফুট আয়তনের ৮টি ইউনিট বিশিষ্ট ২টি ১৪তলা ভবন নির্মাণ কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন পেয়েছে। ১১৫ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে দেশ উন্নয়ন লিমিটেড।
 
সব জেলা সদরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ প্রকল্পের আওতায় কুমিল্লা জেলায় নির্মাণাধীন আদালত ভবনের কাজের চূড়ান্ত ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এতে মোট ব্যয় হবে ২৪ কোটি ৫২ লাখ টাকা।
 
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বাস্তবায়নাধীন ‘চট্টগ্রাম শহরের লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরামর্শক সেবা ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। ৫৮ কোটি টাকা ব্যয়ে এই কাজ করবে ডেভেলপমেন্ট ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট।
 
এর আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে দু’টি প্রস্তাব নীতিগত অনুমোদন পেয়েছে বলে জানান মোস্তাফিজুর রহমান।
 
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
এসই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।