মঙ্গলবার (০৮ মে) জাতীয় প্রেসক্লাবের গণস্বাক্ষর হস্তান্তর অনুষ্ঠানে বই আকারে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কাছে হস্তান্তর করেছে অঞ্চল ভিত্তিক বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতারা। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এম কে বাঙ্গালী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক হেরিক হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ভারতের মতোই বাংলাদেশের বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা দাবি জানিয়ে নেতারা বলেন, ভারতে বিড়ি শিল্প রক্ষায় সরকারের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেয়া হচ্ছে। অথচ আমাদের দেশে বিড়ি শিল্পকে সরকারিভাবে ধ্বংস করা হচ্ছে। এই শিল্পের সঙ্গে বর্তমানে ২৫ লাখ লোকের জীবন-জীবিকা জড়িত। এই শিল্প রক্ষা করতে ভারতের ন্যায় কুটির শিল্প ঘোষণার দাবি করা হয়েছে।
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি বলেন, গত ৩১ মার্চ অর্থমন্ত্রী-প্রধানমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে তামাক পণ্য উৎপাদন বন্ধে একটি চিঠি দিয়েছে। চিঠিতে আগামী ২ বছরের মধ্যে বিড়ি শিল্প এবং ২২ বছরের মধ্যে সিগারেট শিল্প তুলে দেয়ার প্রস্তাব করা হয়। অর্থমন্ত্রীর এ প্রস্তাবে বিড়ি শ্রমিক, তামাক চাষি, বিড়ি ব্যবসায়ী ও বিড়ি ভোক্তাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এর প্রতিবাদে সারাদেশে সমাবেশ ও গণস্বাক্ষর চালানো হয়েছে। এ স্বাক্ষরগুলো প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের হাতে তুলে দেয়া হবে।
তিনি আরো বলেন, সম্প্রতি সুশীল সমাজ, তামাক বিরোধী সংগঠন এবং এনবিআরও বিড়ির দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। অথচ সিগারেটের দাম বাড়াচ্ছে না। সেটা ঠিক রাখছে। আমরা এনবিআরের এ সিদ্ধান্তের বিরোধীতা করছি।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মে ০৮, ২০১৮
এমমএফআই/এসএইচ