বুধবার (০৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে মহিষের চালানটি বাংলাদেশে প্রবেশ করে।
বেনাপোল চেকপোস্ট কাস্টম কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা ওলিউল্লাহ বাংলানিউজকে বলেন, ১০০টি মহিষের মূল্য ৮২ হাজার ২২৫ ইউএস ডলার।
আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি তরিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, পরবর্তীতে আমাদের আরো ৩০০ মহিষ আসছে। শুল্ক মুক্ত সুবিধায় এসব মহিষ আমদানি করা হচ্ছে বলেও জানান তিনি।
বেনাপোল স্থলবন্দরের প্রাণিসম্পদ কর্মকর্তা জয়দেব কুমার সিং বাংলানিউজকে বলেন, মহিষগুলো বাংলাদেশে ঢোকার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এ থেকে জানা গেছে, সবগুলো মহিষ সুস্থ আছে।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মে ০৯, ২০১৮
এজেডএইচ/টিএ