শনিবার (১২ মে) দুপুরে পৌরভবনে আয়োজিত অনুষ্ঠানে পৌরসভার মেয়র অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান এ বাজেট ঘোষণা করেন।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।
এসময় স্থানীয় সরকার বিভাগের বগুড়ার উপ-পরিচালক সুফিয়া নাজিমসহ জেলা প্রশাসন ও পৌর পরিষদের জনপ্রতিনিধিসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাজেট বক্তৃতায় মেয়র মাহবুবর রহমান বলেন, এবারও নতুন অর্থবছরে পৌরবাসীর ওপর নতুন করে কোনও করারোপ করা হয়নি। তবে পৌরকর বাবদ নতুন বাজেটে আয় ধরা হয়েছে ১৫ কোটি ৯৪ লাখ টাকা।
তিনি আরও বলেন, দেশের সর্ববৃহৎ পৌরসভা হলেও উন্নয়নখাতে চলতি অর্থবছরে সরকারি অনুদান মিলেছে মাত্র ৬৪ লাখ টাকা। যে কারণে চলতি অর্থবছরে উন্নয়নখাতে তারা অনেক কাজই করতে পারেননি। এ খাতে তিনি অন্তত ৫ কোটি টাকা বরাদ্দের দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মে ১২, ২০১৮
এমবিএইচ/আরবি/