বেনাপোল স্থলবন্দর আমদানি-রফতানি সমিতির সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক বাংলানিউজকে বলেন, ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে সেখানে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল বন্দর দিয়ে কোনো পণ্য বেনাপোল বন্দরে ঢুকছে না।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কামরুজ্জামান বাংলানিউজকে জানান, সকাল থেকে কোনো পণ্যবাহী ট্রাক ভারত থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করেনি। তবে পেট্রাপোল বন্দর বন্ধ থাকলেও বেনাপোল বন্দরের অভ্যন্তরে বাণিজ্যিক কার্যক্রম সচল রয়েছে। মঙ্গলবার দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, ভারতে নির্বাচনের কারণে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও এপথে দু -দেশের মধ্যে পাসপোট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মে ১৪, ২০১৮
এজেডএইচ/এএ