প্রতি ডলার সমান ৮৩ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯১৩ কোটি টাকা।
বুধবার (১৬ মে) বিকেলে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের মধ্যে ঋণচুক্তি সই হয়।
প্রকল্পের মোট ব্যায় ১ হাজার ৭৯ কোটি টাকা। বাকি অর্থ পিকেএসফ থেকে আসবে।
অায়বর্ধক কাজের জন্য পিকেএসএফ ১১ লাখ ক্ষুদ্র উদ্যোক্তাকে ঋণ দিচ্ছে। প্রকল্পের অাওতায় অতিরিক্ত ২০ হাজার গ্রাহক ঋণের অাওতায় অাসবেন । বিভিন্ন এনজিও' র মাধ্যমে ঋণ বিতরণ করা হবে।
একজন ক্ষুদ্র উদ্যোক্তা ৫০ হাজার থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকার ঋণ পাবেন। ঋণের বিনিময়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের সাড়ে ১২ শতাংশ হারে সুদ পরিশোধ করতে হবে।
প্রকল্পের মূল উদ্দেশ্য, পিকেএসএফ এর অর্থায়ন করা ক্ষুদ্র উদ্যোগগুলোকে পরিবেশগত দিক থেকে টেকসই করা। প্রকল্পটি জুন ২০১৮ থেকে জুন ২০২৩ মেয়াদে বাস্তবায়িত হবে।
এই নমনীয় ঋণের সার্ভিস চার্জ ০ দশমিক ৭৫ শতাংশ। ৬ বছরের গ্রস পিরিয়ডসহ ৩৮ বছরের ম্যাচিউরিডি পিরিয়ড রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, মে ১৬, ২০১৮
এমআইএস/এএ