বুধবার (২৩ মে) দুপুরে বন্দর পরিদর্শনকালে কমিশনার বন্দরের অবকাঠামোগত উন্নয়ন, যাত্রী সেবার মান বৃদ্ধি ও নিরাপত্তাসহ সার্বিক বিষয়ের খোঁজ খবর নেন।
এ সময় তিনি বলেন, বর্তমান সরকার দেশের বন্দরগুলোর উন্নয়নে কাজ করছে।
বন্দরে সেবা নিতে আসা কেউ যাতে হয়রানির শিকার না হয়; সংশ্লিষ্টদের সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, ২৫ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুজ্জামান, সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টর) মো. আবু সাঈদসহ বন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মে ২৩, ২০১৮
এসআই