বুধবার (২৩ মে) সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, আগে কখনও এই দেশে স্বর্ণ আমদানি হয়নি।
মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান বলেন, অবৈধ স্বর্ণ আমদানি প্রতিরোধের পাশাপাশি দেশীয় বাজারের চাহিদা মেটানোর জন্য এই নীতিমালা করা হচ্ছে। নীতিমালা হলে বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স নিয়ে ডিলাররা স্বর্ণের বার আমদানি করতে পারবেন।
জানা যায়, আমদানি করা বার অলংকার তৈরি ও মূল্য সংযোজনের পর আবার রপ্তানির সুযোগ থাকবে। তবে ব্যক্তিগত ভাবে কেউ আর স্বর্ণের বার আনতে পারবেন না। অলংকার আনতে পারবেন নিদিষ্ট পরিমাণ।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মে ২৩, ২০১৮
এসই/এনএইচটি