বুধবার (২৩ মে) রাজধানীর শান্তিনগরে সুপার শপটিতে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করেন। অভিযানে ছিলেন পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তারা।
মশিউর রহমান বাংলানিউজকে জানান, পবিত্র রমজান মাসজুড়ে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মীনা বাজারে অভিযান চালানো হয়। এসময় নির্ধারিত মাংসের দামের চেয়ে বাড়তি মূল্যে গরুর মাংস বিক্রির অভিযোগে এক লাখ টাকা এবং বিএসটিআই’র অনুমোদনবিহীন জুস বিক্রির দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মে ২৩, ২০১৮
পিএম/এইচএ/