ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অনুমোদনহীন জুস রাখায় মীনা বাজারকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, মে ২৩, ২০১৮
অনুমোদনহীন জুস রাখায় মীনা বাজারকে জরিমানা অভিযানে ছিলেন পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তারা

ঢাকা: সিটি করপোরেশন নির্ধারিত দামের চেয়ে মাংসের বাড়তি দাম ও অনুমোদনহীন জুস বিক্রির অপরাধে সুপার শপ মীনা বাজারকে দুই লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিএমপি’র ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ মে) রাজধানীর শান্তিনগরে সুপার শপটিতে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করেন। অভিযানে ছিলেন পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তারা।

মশিউর রহমান বাংলানিউজকে জানান, পবিত্র রমজান মাসজুড়ে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মীনা বাজারে অভিযান চালানো হয়। এসময় নির্ধারিত মাংসের দামের চেয়ে বাড়তি মূল্যে গরুর মাংস বিক্রির অভিযোগে এক লাখ টাকা এবং বিএসটিআই’র অনুমোদনবিহীন জুস বিক্রির দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মে ২৩, ২০১৮
পিএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।