শনিবার (২৬ মে) রাজধানীর শান্তিনগর কাঁচাবাজারের প্রতি-কেজি বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকা, করলা ৫০ থেকে ৬০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, ধুন্দুল ৬০ টাকা, চিচিঙা ৫০ টাকা, টমেটো ৫০ টাকা এবং লাউ ৫০ টাকা পিস, যা গত দিনেও (২৫ মে) একই দরে বিক্রি করতে দেখা যায়।
তবে শনিবার মাছের বাজার কিছুটা চড়া।
শান্তিনগর কাঁচাবাজারের মাছ বিক্রেতা সাইফুল বাংলানিউজকে জানান, এখন পাইকারি বাজারে মাছের আমদানি কম থাকায় দাম বেশি। তাই এর প্রভাব পড়েছে খুচরা বাজারে।
তবে পাইকারি ও খুচরা বাজারে মসলার দামের ব্যবধান প্রায় দেড় গুন। কারওয়ান বাজারের প্রতি-কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৪ টাকা। কিন্তু শান্তিনগর বাজারে প্রতি-কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে। অন্যদিকে ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। সেগুন বাগিচা কাঁচা বাজারেও একই দাম দেখা যায়।
মহাখালী কাঁচাবাজারে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। এছাড়া কাঁকরোল ৭০ টাকা, করলা ৪০ থেকে ৫০ টাকা, উস্তি ৬০ টাকা, ধুন্দুল ৫০ টাকা, চিচিঙা ৬০ টাকা, পটল ৪৫ টাকা ও টমেটো ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গতকালও একই দামে বিক্রি হয়েছে বলে জানান ক্রেতারা। তবে মাছ ভেদে দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত।
বিক্রেতারা বলছেন, এখন বাজারে সব ধরনের সবজি থাকায় দাম আগেই মতই আছে।
মহাখালী বাজারের সবজি বিক্রেতা ইদ্রিস আলী জানান, আমাদের এখানে কোনো সবজির দাম বেশি নেওয়া হচ্ছে না। বরং গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে সবজির দাম কমেছে।
বাংলাদেশ সময়: ১৫১০, মে ২৬, ২০১৮
ইএআর/এনএইচটি