ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিলেটে চেইন শপ ফিজায় ৭০ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, মে ২৭, ২০১৮
সিলেটে চেইন শপ ফিজায় ৭০ হাজার টাকা জরিমানা

সিলেট: পণ্যে অতিরিক্ত দাম, পচা মাছ বিক্রিসহ বিভিন্ন অপরাধে সিলেটে চেইন শপ ফিজা অ্যান্ড কোং-কে (উপশহর শাখা) ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৭ মে) বিকেলে জেলা প্রশাসন পরিচালিত বাজার মনিটরিং টিমের নেতৃত্বে থাকা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া এই জরিমানা করেন।

তিনি বলেন, উপশহরে অবস্থিত ফিজার আউটলেটে ধার্যকৃত মূল্যের অতিরিক্ত দাম রাখা, পচা মাছ বিক্রি করা, আমদানিকারকের লোগো না থাকা এবং আরো বিভিন্ন অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া নগরের শিবগঞ্জ বাজারে এক ফল ব্যবসায়ীকে পণ্যে লেবেল না থাকার কারণে দি স্ট্যান্ডার্ডস অব ওয়েটস অ্যান্ড মেজার্স অর্ডিন্যান্স, ১৯৮২ এর আওতায় ১০০০ টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে মূল্য তালিকা না থাকায় বেশকিছু মাছ ব্যবসায়ীকে সতর্ক করা হয়।

এদিকে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আরেকটি তদারকি দল সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে নগরের ঘাসিটুল ও দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা করেন।

এদিন বিকেলে নগরীর ১০ নং ওয়ার্ডের ঘাসিটুলা বেতেরবাজার এলাকায়  অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদনের দায়ে সিলেটে এসএম মুড়ি ফ্যাক্টরিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নগরীর রেলগেট এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে সুলতানা রেস্টুরেন্টকে ৫ হাজার ও একই অপরাধে তাজুল রেস্টুরেন্টকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। বাজার তদারকি অভিযানে সহযোগিতা করে বিএসটিআই, বাজার প্রতিনিধি ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মে ২৭, ২০১৮
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।