ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেনাপোল কাস্টমসে বিশিষ্টজনদের সম্মানে ইফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মে ২৭, ২০১৮
বেনাপোল কাস্টমসে বিশিষ্টজনদের সম্মানে ইফতার ইফতার মাহফিল। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): বন্দরনগরী বেনাপোল কাস্টমস হাউজে বিভিন্ন শ্রেণী-পেশা মানুষের সম্মানে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ মে) কাস্টমস হাউজ বেনাপোল কার্যালয় অ্যাসোসিয়েশনের আয়োজনে এ ইফতার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি কাস্টমস কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বলেন, রোমজান শিক্ষা ও সংযমের মাস।

আগামীতে শুধু ইফতার নয় বিভিন্ন সমাজ সেবামূলক কাজে আমরা সমষ্টিগতভাবে করবো।

কাস্টমস হাউজ বেনাপোল কার্যালয় অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোর্তজার সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাস্টমস সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ মোস্তফা আল মামুনের পরিচালায় স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন ইলেকট্রিক, প্রিন্ট ও অনলাইন নিউজপোর্টালের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, মে ২৭, ২০১৮
এজেডএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।