ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনায় বসুন্ধরা এলপি গ্যাসের ইফতার মাহফিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২০, মে ২৯, ২০১৮
খুলনায় বসুন্ধরা এলপি গ্যাসের ইফতার মাহফিল বসুন্ধরা এলপি গ্যাসের ইফতার মাহফিল। ছবি: বাংলনিউজ

খুলনা: খুলনায় অনুষ্ঠিত হলো বসুন্ধরা এলপি গ্যাসের ইফতার মাহফিল। 

মঙ্গলবার (২৯ মে) মহানগরের হোটেল ক্যাসল সালামে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের হেড অব ডিভিশন মার্কেটিং অ্যান্ড সেলস মীর টি আই ফারুক রিজভী।

বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের সেক্টর এ-এর হেড অব বিজনেস ডেভেলপমেন্ট জেড এম আহমেদ প্রিন্স।

ইফতার উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

এসময় অতিথিরা বলেন, যারা দীর্ঘদিন ধরে বসুন্ধরা গ্রুপের সঙ্গে ব্যবসা করে আসছেন, তারা অবশ্যই জানেন শুধু ব্যবসা নয়, সবার সঙ্গে সুদৃঢ় সম্পর্ক স্থাপনের জন্য বসুন্ধরা বদ্ধপরিকর। আর সেইজন্যই বসুন্ধরা এলপি গ্যাস আজ এক বিশাল পরিবার। বসুন্ধরা গ্যাস দেশের সেরা এলপি গ্যাস হিসেবে এরইমধ্যে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এটি বাজারের অন্যান্য গ্যাসের চেয়ে অনেক নিরাপদ।  

আলোচনা শেষে দেশ ও মুসলিম বিশ্বের শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে বিভিন্ন এলাকার ২৭০ জন পরিবেশক ও রিটেইলার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা,  মে ২৯ , ২০১৮
এমআরএম/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।