ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জামালপুরে বসুন্ধরা সিমেন্টের ইফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৩, মে ৩০, ২০১৮
জামালপুরে বসুন্ধরা সিমেন্টের ইফতার জামালপুরে বসুন্ধরা সিমেন্টের ইফতার, ছবি: বাংলানিউজ

জামালপুর: বসুন্ধরা সিমেন্ট খাতের উদ্যোগে জামালপুরে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জামালপুর অঞ্চলের ডিলার ও রিটেইলারদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বুধবার (৩০ মে) জামালপুরের রানী কমিউনিটি সেন্টারে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. পলাশ আকতার।

বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহের ডিভিশন সেলস ইনচার্জ আতিকুর রহমান, টাঙ্গাইলের এরিয়া সেলস ম্যানেজার মো. আবদুল্লাহসহ  জামালপুর জেলার কর্মরত কর্মকর্তারা।

এছাড়া বসুন্ধরা সিমেন্টের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মেসার্স জনি ট্রেডিং করপোরেশনসহ শতাধিক রিটেইলার, ইঞ্জিনিয়ার, ঠিকাদার ও রাজমিস্ত্রি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৩৫৮ ঘণ্টা, মে ৩১, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।