ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বৃষ্টির লুকোচুরিতেও জমজমাট ফুটপাতের বেচাকেনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১১, জুন ১, ২০১৮
বৃষ্টির লুকোচুরিতেও জমজমাট ফুটপাতের বেচাকেনা ফুটপাতের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়, ছবি: বাংলানিউজ

ঢাকা: বৈরী আবহাওয়া আর থেমে থেমে আসা বৃষ্টির মধ্যেও জমে উঠেছে মিরপুর-১০ নম্বরের ফুটপাতের বেচাকেনা।

শুক্রবার (০১ জুন) বিকেলে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকার ফুটপাতের দোকানগুলোতে বৃষ্টির মধ্যে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। দোকানিরা ত্রিপল টানিয়ে দোকান খুলেছেন।

তবে দুপুরের পর থেকে চলা থেমে থেমে বৃষ্টির কারণে অনেক দোকান বিকেল ৪টা পর্যন্ত খোলেনি। কিছু কিছু দোকান বৃষ্টির ফাকেঁ ফাকেঁ খুলছে আবার বন্ধ করছে। বৃষ্টির সঙ্গে ফুটপাতের এসব দোকান খোলা বন্ধ করার এ লুকোচুরির মধ্যে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। আবহাওয়া ভালো থাকলে আরও বেশি ক্রেতা কেনাকাটায় আসতো বলে আশা করেন ফুটপাতের দোকানিরা।

দোকানদার রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমরা লাভ কম করে বিক্রি বেশি করি। এ জন্য মানুষ আমাদের কাছে বেশি আসেন। আসন্ন ঈদ উপলক্ষে অনেকেই কেনাকাটা করতে আসছেন। তবে বৃষ্টি না থাকলে আরও বেশি লোকজন আসতেন। বিভিন্ন শো’রুমের তুলনায় ফুটপাতের পণ্যগুলোর দাম কম হওয়ায় এখানে ভিড় থাকে।

ক্রেতা আবদুল জব্বার বলেন, শো’রুমগুলোতে জামা-কাপড়ের দাম ফুটপাতের চেয়ে কয়েকগুণ বেশি। ফুটপাতের পোশাকগুলোর মান হয়তো ততটা ভালো না। কিন্তু আমাদের মতো অল্প-আয়ের মানুষের ঈদের কেনাকাটায় ফুটপাতেই ভরসা।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ০১, ২০১৮
এমইউএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।