ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চট্টগ্রামে বসুন্ধরা এলপি গ্যাসের ইফতার মাহফিল

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৩, জুন ৩, ২০১৮
চট্টগ্রামে বসুন্ধরা এলপি গ্যাসের ইফতার মাহফিল বসুন্ধরা এলপি গ্যাসের ইফতার মাহফিল। ছবি: বাংলানিউজ

ঢাকা: চট্টগ্রামে বসুন্ধরা এলপি গ্যাসের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০২ জুন) চট্টগ্রামের আগ্রাবাদ মোড়ে সাংরিলা চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের হেড অব ডিভিশন মার্কেটিং অ্যান্ড সেলস মীর টি আই ফারুক রিজভী।

এছাড়া চট্টগ্রাম অঞ্চলের শতাধিক পরিবেশক ও রিটেইলাররা উপস্থিত ছিলেন।

ইফতার উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বসুন্ধরা গ্যাস দেশের সেরা এলপি গ্যাস হিসেবে এরই মধ্যে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এটি বাজারের অন্যান্য গ্যাসের চেয়ে অনেক নিরাপদ তাই গ্রাম-গঞ্জেও এ গ্যাসের ব্যাপক বিস্তৃতি ঘটেছে।

বক্তারা আরও বলেন, শুধু ব্যবসা নয়, বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষ থেকে কিভাবে নিরাপদে গ্যাস ব্যবহার করতে হয়, সেই জনসচেতনতামূলক কর্মসূচিও বছরজুড়ে সারাদেশে পালন করা হচ্ছে।

বসুন্ধরা এলপি গ্যাস কর্তৃপক্ষ থেকে পরিবেশকদের রাষ্ট্রীয় নীতিমালা মেনে চলে সবার জন্য নিরাপদ এবং পরিবেশবান্ধব ব্যবসায় পরিচালনা করার আহ্বান জানানো হয়। এছাড়া অসাধু চক্র যেন ব্যবসায়ীদের প্রতারিত করতে না পারে সেদিকে গুরুত্বারোপ করা হয়।

আপ্যায়ন ও শুভেচ্ছা উপহার বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, জুন ০৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।