সোনামসজিদ স্থলবন্দর। ছবি বাংলানিউজ
চাঁপাইনবাবগঞ্জ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছয়দিনের ছুটি থাকবে সোনামসজিদ স্থলবন্দরে।
সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ স্বাক্ষরিত এক চিঠিতে জানা গেছে, বুধবার (১৩ জুন) পবিত্র শবে কদরের ছুটি এবং বৃহস্পতিবার থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচদিনসহ মোট ছয়দিন বন্ধ থাকবে দেশের দ্বিতীয় বৃহত্তম এ স্থলবন্দরটি।
আগামী মঙ্গলবার (১৯ জুন) বন্দরের সব কার্যক্রম যথারীতি চালু হবে।
সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. তৌফিকুর রহমান বাবু ও সোনামসজিদ সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিউর রহমান টানু স্বাক্ষরিত ওই চিঠিতে আরো জানানো হয়, এ ছয়দিন বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ের মধ্যে পাসপোর্ট যাত্রীরা বাংলাদেশ ও ভারতে যাতায়াত করতে পারবে।
বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।