পঞ্চগড়: ঈদুল-ফিতর উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা স্থলবন্দরে টানা সাতদিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। উভয় দেশের ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে মঙ্গলবার (১২ জুন) থেকে এ বন্ধ ঘোষণা করা হয়।
তবে আমদানি-রফতানি ছাড়া ইমিগ্রেশন ব্যবস্থা খোলা থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
ঈদুল-ফিতর উপলক্ষে সরকারি ছুটি তিন দিন আর ব্যবসায়ীদের সুবিধার্থে আরো চার দিন মোট সাতদিন বন্ধ ঘোষণা করা হয়।
আগামী মঙ্গলবার (১৯ জুন) থেকে বাংলাবান্ধা স্থলবন্দরে স্বাভাবিকভাবে সব কার্যক্রম শুরু হবে।
জেলা আমদানি- রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি হাসান খান বাবলা বাংলানিউজকে জানান, ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে আমদানি-রফতানি বন্ধ থাকবে।
বাংলাদেশ সময়: ০৪০৭ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।