বৃহস্পতিবার (১৪ জুন) এ টার্মিনালে দেখা যায়, প্রায় ৩৫ থেকে ৪০টি অস্থায়ী দোকানে পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। তাদের সংগ্রহে আছে থ্রি-পিস, বাচ্চাদের পোশাক জিরো থেকে ১০ বছর বয়সী পর্যন্ত, বিভিন্ন কসমেটিকস সামগ্রী, মোবাইল কাভার, হেডফোন, হাতঘড়ি ইত্যাদি।
তুলনামূলক কম দাম আর ঈদ যাত্রী বাড়ার সঙ্গে সঙ্গে এসব ব্যবসায়ীদের ব্যবসাও জমে উঠেছে বেশ।
এই এলাকার হালিম নামে এক দোকানি বাংলানিউজকে বলেন, আমি অন্য সময় টার্মিনালে পানি, সিগারেট বিক্রি করি। ঈদ আসলে থ্রি-পিস, বাচ্চাদের পোশাক বিক্রি করি। এখন যাত্রী বেশি আবার ঈদ, তাই এগুলো বিক্রি হয় ভালো।
কেমন বিক্রি হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, বিক্রি ভালো হচ্ছে দেখেই এখানে বিক্রি করছি।
ছাবিনা নামে বাড়ি ফেরত এক যাত্রী বাংলানিউজকে বলেন, আগেই কিছু কেনাকাটা হয়েছে। এখানে পোশাকের দাম কম হওয়ায় আরও কিছু কেনা হলো। এখন ভালোভাবে বাড়ি ফেরার অপেক্ষায় আছি।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
ইএআর/টিএ