বৃহস্পতিবার (১৪ জুন) প্রধান কার্যালয়ের এক আদেশে তাকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১২ জুন একজন গ্রাহক এক লাখ ২০ হাজার টাকা জমা দিতে আসেন উত্তরা মডেল টাউন কর্পোরেট শাখায়।
গ্রাহক এতে অস্বীকৃতি জানালে দিনের মোট লেনদেনের হিসাব কষতে অফিস শেষ হওয়া পর্যন্ত বসিয়ে রাখা হয়। এসময় গ্রাহক বিষয়টি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।
ভিডিও প্রকাশের খবর ব্যাংকের ব্যস্থাপনা পরিচালকের নজরে এলে একজন মহাব্যবস্থাপককে সঙ্গে নিয়ে শাখা পরিদর্শনে যান। ঘটনার সত্যতা পাওয়া যাওয়ার পর তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
এসই/এমএ