ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ট্যাক্স নিতে পারদর্শী না এনবিআর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
ট্যাক্স নিতে পারদর্শী না এনবিআর বক্তব্য রাখছেন মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ছবি: বাংলানিউজ

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ট্যাক্স নিতে পারদর্শী না বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

সোমবার (২৫ জুন) দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেছেন, জনগণ এখন ট্যাক্স দিতে চায়।

কিন্তু আমাদের সিস্টেম লসের কারণে ট্যাক্স আদায় হচ্ছে না। সঠিকভাবে ট্যাক্স আদায় হলে দেশের জাতীয় বাজেট হতো ১০ লাখ কোটি টাকার।

মোশাররফ হোসেন বলেন, এনবিআর ট্যাক্স আদায়ে পারদর্শী না হওয়ায় প্রতিবছর সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এজন্য ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রেশন মেশিন ব্যবহারের পরামর্শ দেন তিনি। এতে কোটি কোটি টাকার আসবে সরকারের রাজস্বভান্ডারে।

মোশাররফ হোসেন আরও বলেন, ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রেশন মেশিন ব্যবহার হলে সরকারের কেন্দ্রীয় সার্ভারে এর সঠিক হিসাব চলে যাবে। এতে টাকার সঠিক হিসাব আসবে একইসঙ্গে রাজস্ব আসবে দ্বিগুণ। বাড়বে বাজেটের পরিমাণ।

মন্ত্রী বলেন, দেশের মানুষ খারাপ না তারা দেশের জন্য ট্যাক্স দিতে চায়। কিন্তু তাদের সঙ্গে নিতে জানতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএমএবিরে প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম।  বিশেষ অতিথি ছিলেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান সি কিউ কে মোস্তাক আহমেদ।

অনুষ্ঠানে আলোচক ছিলেন রাজস্ব বোর্ডের মেম্বার (ট্যাক্স পলিসি) কানন কুমার রায়, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর খোন্দকার ইব্রাহিম খালেদ, বাংলাদেশ ব্যাংকের বেড অফ ডিরেক্টর জামাল উদ্দিন আহমেদ, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন।

অনষ্ঠানের পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন আইসিএমএবির সাবেক প্রেসিডেন্ট ও আইডিএলসি ফাইনান্সের সিইও আরিফ খান।

বাংলাদেশ সময়: ২৩১৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
ইএআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।