‘এবার হোক-জমিতেই বিনিয়োগ’ স্লোগানকে সামনে রেখে ইউএস-বাংলা এসেটস্ এ মেলায় দিচ্ছে সূবর্ণ সুযোগ। পূর্বাচল আমেরিকান সিটিতে ৫ (পাঁচ) বছরে আপনার এককালীন বিনিয়োগের তিনগুন প্রাপ্তির নিশ্চয়তা দিচ্ছে ইউএস-বাংলা এসেটস্।
পৃথিবীর ঘন বসতিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। জনসংখ্যার আধিক্যের কারণে দিন দিন আবাসন সংকট প্রকট আকার ধারণ করছে বাংলাদেশে। আবাসন সংকট নিরসনে ইউএস-বাংলা গ্রুপ ঢাকার অতি সন্নিকটে নতুন ঢাকা খ্যাত পূর্বাচলে, যা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র ১৫মিনিট দূরত্বে গড়ে তুলেছে পূর্বাচল আমেরিকান সিটি। এখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, খোলা মাঠসহ সবুজে ঘেরা একটি আধুনিক শহরের রূপ নিবে, যা একটি আধুনিক শহরের দৃষ্টান্ত হয়ে থাকবে। পূর্বাচল আমেরিকান সিটি প্রকল্পে থাকছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউএস-বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা, ইন্টারন্যাশনাল স্কুল, স্পোর্টস কমপ্লেক্স, অ্যামিউজমেন্ট পার্ক, পাঁচ তারকা বিশিষ্ট আবাসিক হোটেল, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, মডার্ন শপিং কমপ্লেক্স, নাইন হোল গলফ কোর্স, হেলিপোর্ট, ১৬৪ ফুট প্রশস্ত রাস্তা, ১৫০ ফুট প্রশস্ত লেক, ১০ ফুট প্রশস্ত ফুটপাথ, ১২ ফুট প্রশস্ত গ্রিন জোন এবং স্বনামধন্য আন্তর্জাতিক প্লেন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড কোয়ার্টারসহ নানাবিধ প্রতিষ্ঠান।
পূর্বাচল আমেরিকান সিটিতে সর্বশেষ পরিকল্পনার অংশ হিসেবে ইতিমধ্যে ডুপ্লেক্স জোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে। ডুপ্লেক্স জোন সম্পর্কে বিস্তারিত মেলা প্রাঙ্গণ থেকেই জানা যাবে। পূর্বাচল আমেরিকান সিটি, ইউএস-বাংলা এসেটস্ এর অন্যতম প্রকল্প। ইউএস-বাংলা গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ইউএস-বাংলা এয়ারলাইন্স, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউএস-বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ইউএস-বাংলা লেদার, ইউএস-বাংলা ফুটওয়্যার, ইউএস-বাংলা অটোমোবাইলস্, ইউএসবি এক্সপ্রেসসহ আরো নানাবিধ প্রতিষ্ঠান।
বর্তমানে পূর্বাচল আমেরিকান সিটির বিভিন্ন ব্লকে আকর্ষণীয় মূল্যে বিভিন্ন সাইজের কিছু সংখ্যক বাণিজ্যিক ও আবাসিক রেডি প্লট এককালীন মূল্যে ও কিস্তিতে বরাদ্দ চলছে।
এছাড়া প্রকল্পে সীমানা প্রাচীরসহ আবাসিক/কমার্শিয়াল/হাসপাতাল/ইনস্টিটিউশন/শপিং কমপ্লেক্স/কনভেনশন সেন্টার/ব্যাংক/করপোরেট অফিসের জন্য রেডি প্লট এককালীন মূল্য/কিস্তিতে বিক্রয় চলছে। মূল্য পরিশোধের সঙ্গে সঙ্গেই রেজিস্ট্রেশন ও হস্তান্তরের সুযোগ থাকছে। এছাড়া মেলায় বুকিং দিলেই সিঙ্গাপুর, মালয়েশিয়া কিংবা ব্যাংককে ৩দিন ২রাত
থাকার সূবর্ণ সুযোগ থাকছে।
আবাসন মেলা কিংবা পূর্বাচল আমেরিকান সিটি প্রকল্প সম্পর্কে জানতে যোগাযোগ করুন- ০১৭০৮৮১৩২৪৪, ০১৭০৮৮১৩২৪৫, ০১৭০৮৮১৩২৫০, ০১৭০৮৮১৩২৫২।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
এসএইচ