বৃহস্পতিবার (২৮ জুন) ঢাকার কুর্মিটোলা গল্ফ ক্লাবে বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ শোয়েব।
আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারপারসন তাবাস্সুম কায়সার, পরিচালক দীন মোহাম্মদ, আজিজ আল কায়সার, রুবেল আজিজ, হোসেন খালেদ, হোসেন মেহমুদ, রাজিবুল হক চৌধুরী, সাভেরা এইচ মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন ও ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা।
বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার এ সভায় অংশ নেন।
ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ শোয়েব তার স্বাগত বক্তব্যে বলেন, ২০১৭ সালে সিটি ব্যাংক সাফল্যের সঙ্গে বাংলাদেশের অন্যতম প্রধান ব্যাংক হিসেবে অবস্থান ধরে রাখতে পেরেছে।
ব্যাংকিং সেক্টরে নানাবিধ চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, ক্রমান্বয়ে সেগুলো থেকে উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে আমরা কাজ করে চলেছি।
৩৫তম বার্ষিক সাধারণ সভায় পরিচালক পরিষদ সুপারিশ করা ১৯ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদনের জন্য উত্থাপিত হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
এএ