আটক মোস্তফা বাবুখা সাজাপুর এলাকার মফিজ উদ্দিনের ছেলে।
শনিবার (৩০ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কারখানাটির মালিক মোস্তফার বাড়িতে অভিযান চালায় র্যাবের একটি বিশেষ দল।
র্যাব-১৩ এর অধিনায়ক মোজাম্মেল হক জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মোস্তফার বাড়িতে অভিযান চালায় র্যাবের একটি দল। অভিযানে প্রায় দশ লাখ টাকার ঠান্ডা পানিয়, শিশু খাদ্য, চা পাতা, লবণ, প্রাণ ফ্রুটোর বোতল, বিষাক্ত ক্যামিকেলযুক্ত দশ লিটার কোমল ফ্রুটো জুস ও আটাসহ প্রায় এগারো প্রকার নকল পণ্য জব্দ করা হয়। এ সময় উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট কারখানাটিকে সিলগালা করেন।
তিনি বলেন, কোনো ধরনের অনুমোদন ছাড়াই কারখানাটিতে মানব শরীরের জন্য ক্ষতিকর ক্যামিকেল মিশ্রিত পণ্য উৎপাদন করা হতো। যা শিশুদের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। আমরা এর পিছনের হোতাদেরও খুঁজে বের করবো। আটক মোস্তফার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জুন ৩০, ২০১৮
ওএইচ/