ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে ৩২ কোটি ডলার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, জুলাই ৫, ২০১৮
বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে ৩২ কোটি ডলার

ঢাকা: রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়লেও দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক বছরের ব্যবধানে কমেছে ৩২ কোটি ডলার।

তবে চলতি অর্থবছরের প্রথম চারদিনে রিজার্ভ দাঁড়িয়েছে ৩ হাজার ৩শ ৪৫ কোটি ডলারে। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত রিজার্ভের পরিমাণ ছিল ৩ হাজার ৩শ ১৭ কোটি ডলার।

 

বৃহস্পতিবার (৫ জুলাই) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের ‘সিলেক্টেড ইন্ডিকেটরস’ শীর্ষক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
 
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭-১৮ অর্থবছর শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩ হাজার ৩শ ১৭ কোটি ডলারে। ২০১৬-১৭ অর্থবছর শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩ হাজার ৩শ ৪৯ কোটি ডলার। এক বছরের ব্যবধানে রিজার্ভ কমেছে ৩২ কোটি ডলার।
 
কেন্দ্রীয় ব্যাংক বলছে, রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়লেও আমদানি ব্যয় বেড়েছে অস্বাভাবিকভাবে। এ কারণে রিজার্ভ বৃদ্ধির গতি থেমে ছিল। আবার কোনো কোনো সময় রিজার্ভ নিম্মমুখী হয়েছে। তবে গত দুই বছর ধরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলারের মধ্যেই স্থিতিশীল রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জুলাই ৫, ২০১৮
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।