রোববার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে এডিবির কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী মুহিত বলেন, ২০১৭-১৮ অর্থবছরে এডিবি ১ দশমিক ২ বিলিয়ন ডলার ঋণ সহায়তা ছাড় করেছে।
‘বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য ২০ কোটি ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছিলো এডিবি। ইতিমধ্যে ১০ কোটি ডলার দিয়েছে। বাকি অর্থ চলতি অর্থবছর দেবে বলে আশা করছি। ’
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৮
এসই/এমএ