২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম। সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম রয়েছে ২৭ হাজার ৫শ’ ৮৫ টাকা।
বৃহস্পতিবার (১৯ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স সমিতির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর খবর জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৪৮ হাজার ৬৩৯ টাকা। আগে এই মানের স্বর্ণের দাম ছিলো ৪৯ হাজার ৮শ’ ৫ টাকা ভরি। একইভাবে ২১ ক্যারেট প্রতি ভরির দাম পড়বে ৪৬ হাজার ৩৬৫ টাকা। আগে দাম ছিলো ৪৭ হাজার ৫শ’ ৩১ টাকা।
১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৪১ হাজার ২৯১ টাকায়। আগে দাম ছিলো ৪২ হাজার ৪শ’ ৫৭ টাকা।
সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম পড়বে ২৭ হাজার ৫৮৫ টাকা। সনাতন পদ্ধতিতেও দীর্ঘদিন ধরে অপরিবর্তিত রয়েছে স্বর্ণের দাম।
বেশ কিছুদিন ধরে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। প্রতি ভরি রূপার দাম রয়েছে ১ হাজার ৫০ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে যাওয়ার কারণে বাজুসের কার্যনির্বাহী কমিটির সভায় নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত নতুন মূল্যে স্বর্ণ বিক্রি করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান তিনি।
বাংললাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জুলাই: ১৯, ২০১৮
এসই/জেডএস