ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বড়পুকুরিয়া কয়লা খনির এমডিকে অপসারণ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
বড়পুকুরিয়া কয়লা খনির এমডিকে অপসারণ

পার্বতীপুর (দিনাজপুর): মজুদ কয়লার হিসাবে গড়মিল দেখা দেয়ায় দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী হাবিব উদ্দিন আহমদ ও মহাব্যবস্থাপক (প্রশাসন ও কোম্পানি সচিব) আবুল কাশেম প্রধানিয়াকে অপসারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুলাই) বিকেলে পেট্রোবাংলা এক অফিস আদেশে হাবিব উদ্দিন আহমদ বড়পুকুরিয়া খনির ব্যবস্থাপনা পরিচালক থেকে অপসারণ করে পেট্রোবাংলার চেয়ারম্যানের দফতরে সংযুক্ত করা হয়।

একই সঙ্গে আবুল কাশেম প্রধানিয়াকে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড সিরাজগঞ্জে বদলি করা হয়েছে।

বড়পুকুরিয়া খনির ব্যবস্থাপনা পরিচালকের (অতিরিক্ত দায়িত্ব) দায়িত্ব দেয়া হয়েছে পেট্রোবাংলার পরিচালক আইয়ুব খানকে।

বড়পুকুরিয়া খনির মহা-ব্যবস্থাপক (মাইন আপারেশন) নুরুজ্জামান চৌধুরী বাংলানিউজকে জানান, বড়পুকুরিয়া খনির কোল ইয়ার্ডে মজুদ কয়লার হিসাবে গড়মিল দেখা দেওয়ায় তাদের অপসারণ করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।