রোববার (২২ জুলাই) দুপুরের দিকে জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে একটি স্মারকলিপি দেন তারা।
এর আগে সকালের দিকে হাসকিং মিল মালিকরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস ঘেরাও করে সমবন্টনের দাবি জানায়।
আন্দোলনকারী হাসকিং মিল মালিকদের পক্ষে নাজিম উদ্দীন, আবদুল আজিজ মেম্বার, সন্তোষ আগওয়ালা জানান, ঠাকুরগাঁও জেলায় চলতি বছর এক হাজার ৬২২টি হাসকিং মিল এবং ১৪টি অটো মিলের বিপরীতে ৩৫ হাজার ৭৫৬ মেট্রিক টন চালের বরাদ্দ দেওয়া হয়। সংশ্লিষ্ট মিল মালিকরা সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তা ইতোমধ্যে পরিশোধও করে।
তারা জানান, ঠাকুরগাঁও সদর উপজেলায় চলতি ইরি-বোরো সংগ্রহ মৌসুমের শেষে আরও প্রায় দুই হাজার মেট্রিক টন চালের অতিরিক্ত বরাদ্দ হয়েছে।
উল্লেখিত বরাদ্দের চাল কয়েকজন অটো মিল মালিকের মাঝে চুপিসারে বণ্টনের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন হাসকিং মিল মালিকরা।
আর সমবন্টন না হলে হাসকিং মিল মালিকরা বঞ্চিত হবেন এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আর সেজন্য অতিরিক্ত চালের বরাদ্দ এবং তার সমবন্টনের দাবি জানান তারা।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
জিপি