ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অভাব দূর করতে পারা সরকারের কৃতিত্ব: মুহিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
অভাব দূর করতে পারা সরকারের কৃতিত্ব: মুহিত

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দশ বছর ধরে উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি আমরা এই দেশ থেকে অভাব দূর করতে পেরেছি। এটা আমাদের সরকারের কৃতিত্ব।

রোববার (২৯ জুলাই) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ট্রেড ক্যাটালগ আয়োজিত ‘গোল্ডেন পেন বিজনেস অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মুহিত বলেন, দেশ এখন অভাবে মৃত্যু হওয়ার মতো দুরাবস্থায় নেই।

তবে জনগণকে সুন্দর সুন্দর জিনিস উপহার দিতে পারিনি এটা ঠিক। উন্নয়নের ধারা অব্যাহত রাখার কারণে অভার দূর করতে পেরেছি। এটা আমাদের সরকারের কৃতিত্ব ও অগ্রগতির ফলাফল।  

অর্থমন্ত্রী বলেন, আমি লক্ষ্য করেছি ১০ বছর ধরে ক্ষমতায় থাকার কারণে দিনে দিনে প্রধানমন্ত্রীর নেতৃত্ব শীর্ষ নেতা হওয়ার যোগ্যতায় উপনীত হয়েছেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ট্রেড ক্যাটালগের এডিটর সুলতানা-এ চিশতির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর।

১৮ বছর পূর্তি উপলক্ষে ফুওয়াং ফুডের ম্যানেজিং ডিরেক্টর আরিফ আহমেদ চৌধুরী, বিবিএস ক্যাবলস এর ম্যানেজিং ডিরেক্টর আবু নোমান হাওলাদার, গ্রাম ডেল্টা ইন্স্যুরেন্সের এমডি ফারজানা চৌধুরী, ইমরান গ্রুপের চেয়ারম্যান জোনাব আলী, বিএসটিআই ক্যাম্ব্রিয়ানের চেয়ারম্যান লায়ন এমকে বাসার, বেস্টওয়ে গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান, প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মাহিদুর রহমান, ডেসকোর সাবেক চেয়ারম্যান শাজাহান সিদ্দীকি, বিআরবি ক্যাবলস চেয়ারম্যান মজিবর রহমান, টিএমএসএস নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা, বেগম, ক্যামব্রিজ ইউকের সিনিয়র ক্যামব্রিজ প্রফেসর মাসুদা এম রশিদ চৌধুরী, ফ্যামিলি ডেনটিসট্রির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রফেসর মোস্তাক এইচ সাত্তার, একিউ লাইফ কেয়ার লিমিটেডের এমডি এমএম এহসান নিজামী তানিমকে গোল্ডেন পেন অ্যাওয়ার্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।