ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বারিধারায় পূর্বাচল আমেরিকান সিটির আবাসন মেলা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, আগস্ট ২, ২০১৮
বারিধারায় পূর্বাচল আমেরিকান সিটির আবাসন মেলা শুরু আমেরিকান সিটির আবাসন মেলায় দর্শনার্থীরা

ঢাকা: পূর্বাচল আমেরিকান সিটির আয়োজনে রাজধানীর বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে শুরু হয়েছে তিনদিনব্যাপী একক আবাসন মেলা। 

বৃহস্পতিবার (২ আগস্ট) শুরু হওয়া এ মেলা চলবে শনিবার (৪ আগস্ট) পর্যন্ত।

এ মেলার আয়োজক হিসেবে থাকছে বাংলাদেশে আবাসন খাতের অন্যতম প্রতিষ্ঠান ইউএস-বাংলা অ্যাসেটস।



দেশে-বিদেশে প্রতিবছর একক আবাসন মেলার আয়োজন করে ইউএস-বাংলা অ্যাসেটস। তারই ধারাবাহিকতায় ঢাকার বারিধারায় মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মামলায় প্রচুর সংখ্যক দর্শকের আশানুরূপ সাড়া পেয়েছে প্রতিষ্ঠানটি। পর্যায়ক্রমে ঢাকার বিভিন্ন অঞ্চল ও দেশের বিভিন্ন জেলা শহরে পূর্বাচল আমেরিকান সিটির একক আবাসন মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।

৪ আগস্ট পর্যন্ত বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টার, তিস্তা হল, লেন-০১ (পূর্বদিক), বারিধারা ডিওএইচএস, ঢাকায় এ আবাসন মেলা চলবে। প্রতিদিন মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।  

‘এবার হোক-জমিতেই বিনিয়োগ’ স্লোগান সামনে রেখে পূর্বাচল আমেরিকান সিটিতে এ মেলায় দিচ্ছে সুবর্ণ সুযোগ। পূর্বাচল আমেরিকান সিটির প্রকল্পে সবশেষ পরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যে ডুপ্লেক্স জোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী ২০২০ সালের জুন মাসের মধ্যে হস্তান্তরের পরিকল্পনাও করছে ইউএস-বাংলা অ্যাসেটস।

আবাসন সংকট নিরসনে ইউএস-বাংলা গ্রুপ ঢাকার খুব কাছে নতুন ঢাকা খ্যাত পূর্বাচলে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র ১৫ মিনিট দূরত্বে গড়ে তুলেছে রাজউক পূর্বাচল সংলগ্ন পূর্বাচল আমেরিকান সিটি। আমেরিকান সিটি প্রকল্পে থাকছে বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা ব্যবস্থা, ইন্টারন্যাশনাল স্কুল, স্পোর্টস কমপ্লেক্স, অ্যামিউজমেন্ট পার্ক, পাঁচ তারকা বিশিষ্ট আবাসিক হোটেল, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, মডার্ন শপিং কমপ্লেক্স, নাইন হোল গলফ কোর্স, হেলিপোর্ট, ১৬৪ ফুট প্রশস্ত রাস্তা, ১৫০ ফুট প্রশস্ত লেক, ১০ ফুট প্রশস্ত ফুটপাথ, ১২ ফুট প্রশস্ত গ্রিন জোন এবং স্বনামধন্য আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড কোয়ার্টারসহ নানাবিধ প্রতিষ্ঠান।

ঢাকার আবাসন মেলা কিংবা পূর্বাচল আমেরিকান সিটি প্রকল্প সম্পর্কে জানতে যোগাযোগ করুন- ০১৭০৮৮১৩২৫০, ০১৭০৮৮১৩২৪৪, ০১৭০৮৮১৩২৪৩।

বর্তমানে পূর্বাচল আমেরিকান সিটির বিভিন্ন ব্লকে বাউন্ডারি ওয়ালসহ আবাসিক/ কমার্শিয়াল/হাসপাতাল/ ইনস্টিটিউশন/শপিং কমপ্লেক্স/কনভেনশন সেন্টার/ ব্যাংক/ করপোরেট অফিসের জন্য রেডি প্লটে এককালীন মূল্য/কিস্তিতে বিক্রি চলছে। মূল্য পরিশোধের সঙ্গে সঙ্গেই রেজিস্ট্রেশন ও হস্তান্তরের সুযোগ থাকছে এতে।

ইউএস-বাংলা গ্রুপের অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ইউএস-বাংলা এয়ারলাইন্স, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউএস-বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ইউএস-বাংলা লেদার, ইউএস-বাংলা ফুটওয়্যার, ইউএস-বাংলা অটোমোবাইলস্, ইউএসবি এক্সপ্রেসসহ নানাবিধ প্রতিষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।