ঢাকা: প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী ঢাকা সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা যাচাইয়ে চুক্তি সই হয়েছে।
বৃহস্পতিবার (২ আগস্ট) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠান এ চুক্তি সই হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঢাকা সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা যাচাইয়ের লক্ষ্যে এ চুক্তিপত্রে সেতু বিভাগের পক্ষে প্রধান প্রকৌশলী কবির আহমেদ খান ও স্পেনের পরামর্শক প্রতিষ্ঠান টিপাসার পক্ষে ব্যবস্থাপনা পরিচালক অ্যান্তোনিও রোডরিগুয়েজ নিজ নিজ পক্ষের মধ্যে চুক্তিতে সই করেন।
ঢাকার চারটি রুটে সাবওয়ে নির্মাণের লক্ষ্যে এ চুক্তি সই হয়। এ রুটগুলো হলো- টঙ্গী-নারায়ণগঞ্জ, আমিনবাজার-সায়েদাবাদ, গাবতলী-সায়েদাবাদ ও রামপুরা থেকে সদরঘাট। প্রথম ও দ্বিতীয় রুটে ব্যয় হবে ৫ দশমিক ৬২ বিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৮
টিআর/এসএইচ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।