ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হজযাত্রীদের ত্বকের সুস্থতায় ভ্যাসেলিন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৮
হজযাত্রীদের ত্বকের সুস্থতায় ভ্যাসেলিন হজযাত্রীর হাতে ভ্যাসেলিন।

ঢাকা: ত্বকের সুস্থতা রক্ষায় প্রায় ৭০ হাজার নিবন্ধিত হজযাত্রীদের পেট্রোলিয়াম জেলি ভ্যাসেলিন পৌঁছে দেওয়া হচ্ছে। একইসঙ্গে তাদের ক্যাম্প থেকে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার জন্য ভ্যাসেলিনের সৌজন্যে চারটি বিশেষ বাস সেবা চালু করা হয়েছে।

এছাড়া ক্যাম্পেইনের আওতায় নিয়োজিত স্বেচ্ছাসেবীরা হজযাত্রীদের প্রয়োজনীয় পরামর্শও দিচ্ছেন। বিমান বাংলাদেশ ও ইউনিলিভারের ব্র্যান্ড ভ্যাসেলিনের যৌথ উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

গত ১৬ জুলাই থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি ১৬ আগস্ট পর্যন্ত চলবে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, পবিত্র হজে গিয়ে নতুন পরিবেশে মানিয়ে নেওয়া ছাড়াও হজযাত্রীদেরকে বেশ শারীরিক পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয় এবং সেখানকার প্রতিকূল আবহাওয়ায় হজযাত্রীরা ত্বকের শুষ্কতা, রুক্ষতা, ঠোঁট ফাটাসহ নানা ধরনের সমস্যার সম্মুখীন হন। হজযাত্রীরা যেন ত্বকের এমন সমস্যা থেকে ত্বককে সুস্থ রেখে নিশ্চিন্তে হজ পালন করতে পারেন তাই আমাদের এই উদ্যোগ।

আয়োজকরা আরো জানান, ভ্যাসেলিন ১০০ শতাংশ পিওর জেলি সমৃদ্ধ। তাই এটি হজযাত্রীরা হজের সময় ব্যবহার করতে পারেন। হজযাত্রীদের সুবিধায় নেওয়া পবিত্র ও মহৎ এ উদ্যোগের সঙ্গে থাকতে পেরে তারা গর্বিত।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৮
পিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।