স্বাধীনতার পর থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশে জাপানের মোট বিনিয়োগের পরিমাণ হলো এক হাজার ৫১২ মিলিয়ন মার্কিন ডলার। আর এই একটি অধিগ্রহণেই বাংলাদেশে প্রায় এক হাজার ৪৭৬ মিলিয়ন মার্কিন ডলার জাপানি বিনিয়োগ হবে।
এই বিনিয়োগ বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির প্রতি জাপানি ব্যবসায়ীদের আস্থার একটি সুস্পস্ট প্রতিফলন। ব্যবসার অনুকূল পরিবেশের পাশাপাশি দেশের সবল অর্থনীতি ও দক্ষ জনশক্তিও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছে।
জাপান টোব্যাকো বিশ্বের অন্যতম বৃহৎ একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। যারা প্রায় ১৩০টি দেশে প্রায় ৬০ হাজার কর্মী নিয়ে ব্যবসা পরিচালনা করছে।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৮
টিআর/টিএ