ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্যিক কার্যক্রমকে উন্নত করতে এমওইউ স্মারক সই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৮
বাণিজ্যিক কার্যক্রমকে উন্নত করতে এমওইউ স্মারক সই সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অতিথিরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), সরকারের ৩৮টি মন্ত্রণালয় এবং বিভিন্ন প্রতিষ্ঠান দেশের বাণিজ্য উন্নয়নের স্বার্থে 'ন‌্যাশনাল সিঙ্গেল উইন্ডো'র সমঝোতা স্মারক সই (এমওইউ) হয়েছে।

মঙ্গলবার (৭ আগস্ট) রাতে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে নিজ নিজ প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়ের ভূমিকা ও নীতিমালা সংক্রান্ত এ সমঝোতা চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।

এনবিআর ও ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের এ যৌথ উদ্যোগে দেশের বাণিজ্যকে আরো ত্বরান্বিত ও উন্নত করবে।

ন‌্যাশনাল সিঙ্গেল উইন্ডোতে আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কিত পারমিট, লাইসেন্স, সার্টিফিকেট ও শুল্ক ঘোষণা পদ্ধতি স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হবে। এটির ব্যবহার যেমন অত্যন্ত সহজ হবে, ঠিক তেমনি দেশের ৩৯টি মন্ত্রণালয়কে সংযুক্ত করবে এ নীতিমালা। ফলে একাধিক ফাইলের পরিবর্তে মাত্র একটি ফাইলের মধ্য দিয়েই সুবিধা পাবে ব্যবসায়ীরা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি বলেন, বাণিজ্য ও বিনিয়োগের জন্য এনবিআর এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ। এ চুক্তিটি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে ভালো যোগাযোগের সুবিধা প্রদান এবং অগ্রগতির পথ উন্নত করতে সাহায্য করবে।

এ সময় তিনি সরকারের অন‌্যান্য মন্ত্রণালয় এবং আরো প্রতিষ্ঠান এ সমঝোতায় অংশ নিয়ে দেশের বাণিজ্যিক কার্যক্রমকে আরো ত্বরান্বিত করবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বাণিজ্যমন্ত্রী বলেন, এ সমঝোতা বাণিজ্য সহযোগী করার জন্য বিভিন্ন মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠানকে একই ছাতার নিচে নিয়ে আসার কর্মসূচি। কাস্টমস আধুনিকীকরণ শুধুমাত্র বাণিজ্য সহজতর করার ক্ষেত্রে প্রত্যাশিত ফলাফল আনতে পারে না। 'ন‌্যাশনাল সিঙ্গেল উইন্ডো'র মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্য সংযুক্ত করা হবে। বিবেচনা করে দেখলে এ উদ্যোগ ব্যবসার তথ্য প্রযুক্তি ব্যবহারে একটি মাইলফলক।

অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি সাইফুল ইসলাম মহিউদ্দিন, এনবিআর ও 'ন‌্যাশনাল সিঙ্গেল উইন্ডো'র প্রকল্প পরিচালক খন্দকার মোহাম্মদ আমিনুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যবসায়ীরা।

সিস্টেমটি পুরোপুরিভাবে সক্রিয় হতে সময় লাগবে আরো দুই বছর। আর পাঁচ বছরের মধ্যে 'ন‌্যাশনাল সিঙ্গেল উইন্ডো' বাণিজ্যের ক্ষেত্রে ৩ লাখ ১৯ হাজার বাংলাদেশি ব্যবসায়ীদের সময় ও খরচ কমাবে। আমদানির গড় প্রক্রিয়াকরণের সময় ১২২ ঘণ্টা হ্রাস করা হবে এবং রফতানির গড় প্রক্রিয়াকরণের সময় কমিয়ে ৮৮ ঘণ্টা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০১১৯ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৮
এইচএমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।