এ ঘটনায় এক ভুক্তভোগী নারী গত শনিবার (১৮ আগস্ট) রাতে কালিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, ১৩ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে ০১৯৮২৫৮৫৮৬৩ মোবাইলে (বিকাশ নম্বর) ফোন করে উপজেলার উত্তরশ্রীপুর গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে শাহিনুর রহমানের স্ত্রীকে বাচ্চা সংক্রান্ত তথ্য নিতে একটি নম্বর চাপতে বলে।
এ ব্যাপারে নবযাত্রা প্রকল্পের কালিগঞ্জ উপজেলা অফিস কো-অর্ডিনেটর আশীষ হালদার বাংলানিউজকে জানান, ওয়ার্ল্ড ভিশনের নবযাত্রা প্রকল্প থেকে গর্ভবতী নারীদের কল্যাণের জন্য ভাতা হিসেবে প্রতিমাসে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে দুই হাজার দুইশ টাকা হারে দেওয়া হয়। টাকা পাঠানোর পরপরই একটি প্রতারক চক্র ৩৬ প্রসূতির বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে পুরো টাকাই হাতিয়ে নিয়েছে।
তিনি আরও জানান, কালিগঞ্জের ৩৬ নারী ছাড়াও নবযাত্রা প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলার ৮৬ ও খুলনার কয়রা উপজেলার ১০ জন নারীর মাতৃত্বকালীন ভাতাসহ পুরো টাকা হাতিয়ে নিয়েছে ওই প্রতারক চক্র।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
এইচএ/