বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য স্থলবন্দর বন্ধ ঘোষণা করলেও ইমিগ্রেশন ব্যবস্থা চালু রয়েছে।
** বিল না দেয়ায় বাংলাবান্ধায় ভুটানের শতাধিক ট্রাক আটকা
বন্দর সূত্রে জানা যায়, সিঅ্যান্ডএফ এজেন্টরা বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের বকেয়া পরিশোধ না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
বুধবার (৫ সেপ্টেম্বর) দিনগত রাতে বাংলাবান্ধা ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্টরা ও ট্রাক চালকরা পুরো বন্দর এলাকায় তাণ্ডব চালায়। এসময় নিজের নিরাপত্তার দিক চিন্তা করে বন্দরের প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা রাতারাতি বন্দর ত্যাগ করেন।
** আখাউড়া স্থলবন্দর অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা
বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের সহকারী ম্যানেজার কাজী আল তারিফ বাংলানিউজকে জানান, ‘এমন পরিস্থিতিতে বন্দরে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় আমরা মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং বন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ’
বন্দর চার্জ (ট্যারিফ) পরিশোধ না করায় গত ৩০ আগস্ট থেকে ভুটান থেকে আমদানি করা পাথর বোঝাই ট্রাকগুলো বন্দরে আটকা পরে। এতে করে বন্দরে অচল অবস্থা সৃষ্টি হয়।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
জিপি