ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রেমিটেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠান ২০ সেপ্টেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮
রেমিটেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠান ২০ সেপ্টেম্বর

ঢাকা: ২০১৭ সালে রেমিটেন্স পাঠিয়ে এবং পাঠাতে সহায়তা করে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ৩৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেবে বাংলাদেশ ব্যাংক।

আগামী ২০ সেপ্টেম্বর পুরস্কার প্রদান উপলক্ষে মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে (বিবিটিএ) এক অনুষ্ঠান আয়োজিত হবে।

বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মো. আবুল বশর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রেমিটেন্স প্রেরণে উৎসাহিত করতে ২০১৪ সাল থেকে ‘বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স অ্যাওয়ার্ড’ প্রবর্তন করা হয়। দক্ষ রেমিটার, অদক্ষ রেমিটার, বন্ড ইনভেস্টর এনআরবি, এক্সচেঞ্জ হাউস ওনার এনআরবি ও সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী ব্যাংককে এ পুরস্কার দেওয়া হয়। এর ধারাবাহিকতায় ২০১৭ সালের জন্য ৩৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে অতিথিরা পুরস্কারপ্রাপ্ত‌দের হাতে ক্রেস্ট ও গভর্নরের সই করা সনদ তুলে দেবেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।